শাকিবকে নিয়ে নতুন সিদ্ধান্ত

কমপক্ষে তিন সপ্তাহ পর মুক্তি দেয়া হবে শাকিব খান অভিনীত ছবি। সিনেমার মাদার অর্গানাইজেশন হিসেবে খ্যাত বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। সময়ের ব্যস্ত এবং চাহিদাসম্পন্ন নায়ক শাকিব খান এবং মুভি লর্ড ডিপজল ছাড়া অন্য কারও ছবি ধারাবাহিকভাবে সফলতা পাচ্ছে না। কাজী মারুফ ইমনদের ছবি মোটামুটি ব্যবসা করলেও এখনও ধারাবাহিকতা আসেনি। ডিপজল এখনও নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি নিয়েই ব্যস্ত। সম্প্রতি তিনি বাইরের প্রযোজকের ছবিতে চুক্তিবদ্ধ হওয়া শুরু করেছেন। ফলে শাকিব খানের ছবির চাপই এখন বেশি। এ নায়কের ছবি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর পরই প্রযোজক তার অভিনীত ছবি মুক্তি দিতে তাড়াহুড়ো করছেন। এতে করে সিনেমা ব্যবসায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসছে না। এমন হচ্ছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে শাকিব খান অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। এতে করে প্রদর্শকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি প্রযোজকরাও সুষ্ঠু ব্যবসা করতে পারছেন না। এমন অবস্থায় কমপক্ষে তিন সপ্তাহ পর শাকিব খান অভিনীত ছবি মুক্তির অনুমোদন দেবে প্রযোজক পরিবেশক সমিতি। অর্থাত্ একটি ছবি মুক্তির কমপক্ষে তিন সপ্তাহ পার না হলে নতুন আর কোনো ছবি মুক্তির অনুমতি দেয়া হবে না বলে সমিতির সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান দিপু জানিয়েছেন।

0 comments:

Post a Comment

Thanks for your comment